বেজিং: চিনা ভূমিতে তাদের সেনা অনুপ্রবেশ করেছে ভারত তা ‘স্বীকার’ করেছে। এমনই দাবি করলেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়ায়ি। তাঁর মতে, সিকিম সেক্টরের ডোকালাম থেকে ভারত ‘সচেতনতার সাথে’ বাহিনী প্রত্যাহার করলে তবেই এই সমস্যার সমাধান সম্ভব।


ডোকালাম ইস্যুতে প্রথমবার মুখ খুললেন ওয়াং। গতকাল ব্যাংককে তিনি বলেন, এক্ষেত্রে কোনটা ঠিক আর কোনটা ভুল, তা একেবারে স্পষ্ট। এমনকী, ভারতের শীর্ষ আধিকারিকরা স্বীকার করেছেন, চিনা সেনা তাদের ভূমিতে অনুপ্রবেশ করেনি।


তিনি যোগ করেন, উল্টোদিকে তারাই যে চিনা ভূমিতে প্রবেশ করেছে, তা কার্যত স্বীকার করে নেন ভারতীয় আধিকারিকরা। ফলে, এই সমস্যার সমাধান একেবারে সহজ। তা হল, সচেতনাতার সঙ্গে বাহিনী প্রত্যাহার করতে হবে (ভারতকে)।


গতএকমাস ধরে সিকিম সেক্টরের ডোকা লা-তে (ভুটানের নাম ডোকালাম) ভারত ও চিনা সেনার মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। তিব্বতের দক্ষিণপ্রান্তে এক ফালি বিতর্কিত জমি, যা ভুটান নিজেদের বলে দাবি করে, সেখানে চিনের রাস্তা নির্মাণকে কেন্দ্র করেই সংঘাতের সূত্রপাত।


ভারতের চাপে চিনকে ওই সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ দেয় ভুটান। ভারত জানিয়ে দেয়, চিনের এহেন একক সিদ্ধান্ত নেওয়ার ফলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বেজিং যেন তা মাথায় রাখে।


আগামী ২৭-২৮ তারিখ ব্রিকস গোষ্ঠীভূক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে বেজিং যাওয়ার কথা অজিত ডোভালের। সেখানে এই সমস্যা আলোচনায় উঠে আসবে বলে কেন্দ্রীয় সূত্রের ইঙ্গিত।