বেজিং: ডোকালাম ইস্যুকে বছরের অন্যতম কৃতিত্ব হিসেবে উল্লেখ করে চিনা সেনা জানাল, সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে ভারতের উচিত নিজেদের জওয়ানদের ‘নিয়ন্ত্রণ’ করে দ্বিপাক্ষিক চুক্তি কার্যকর করা।
এদিন চিনা সেনার মুখপাত্র কর্নেল রেন গুছিয়াং জানান, চলতি বছর তাদের উজ্জ্বলতম অধ্যায় হল ডোকালাম ইস্যু এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতা।
তাঁর দাবি, অত্যন্ত সাফল্যের সঙ্গেই দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুনিশ্চিত করতে সক্ষম হয়েছে চিনা সেনা। ডোকালামে ভারতীয় সেনার সঙ্গে সংঘাতের ইস্যু ভীষণই দায়িত্বের সঙ্গেই সামলেছে চিনা সামরিক বাহিনী। একইভাবে, দক্ষিণ চিন সাগরে দেশের নিরাপত্তা-ইস্যুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তারা।
গুছিয়াং বলেন, আমরা আশা করব সীমান্ত ইস্যু নিয়ে ভারতের সঙ্গে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে, তা তারা আন্তরিকভাবেই কার্যকর করবে। একইসঙ্গে, চিন-ভারত সামরিক সম্পর্কের উন্নয়নে নিজেদের সীমান্ত বাহিনীকেও নিয়ন্ত্রণ করবে ভারত।
রেন মনে করিয়ে দেন, ডোকালাম ইস্যুর পরবর্তী অধ্যায়ে দিল্লিতে গত ২২ ডিসেম্বর চিনা স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বৈঠক হয়। সেখানে উভয় পক্ষই সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
অন্যদিকে, সম্প্রতি চিনা ভূখণ্ডে ভারতীয় চালকবিহীন বিমান ভেঙে পড়ে। তার ধ্বংসাবশেষ ফেরত দেওয়া নিয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেন গুছিয়াং। এর আগে ৭ ডিসেম্বর ড্রোনকাণ্ডে ভারতের কাছে কূটনৈতিকস্তরে প্রতিবাদ দায়ের করে চিন।