কাবুল: ফের জঙ্গি হামলায় রক্তাক্ত হল আফগানিস্তানের রাজধানী কাবুল। শিয়াদের লক্ষ্য করে আত্মঘাতী হামলায় নিহত হলেন অন্তত ৪০ জন। জখম বহু মানুষ। জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায়স্বীকার করেছে।


আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের উপ-মুখপাত্র নাসরাত রাহিমি বলেছেন, ‘আফগানিস্তানে রাশিয়ার আগ্রাসনের ৩৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কাবুলের পশ্চিম অংশে তাবায়ান কালচারাল সেন্টারে বহু মানুষ জমায়েত হয়েছিলেন। সেখানেই হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। প্রথম বিস্ফোরণের পর যখন আতঙ্কে লোকজন পালাচ্ছিলেন, তখন আরও দু’টি ছোটমাপের বিস্ফোরণ হয়।’

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আত্মঘাতী হামলার সময় তাবায়ান কালচারাল সেন্টারে অন্তত ১০০ জন ছিলেন। জখম ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও মহিলা আছেন। বেশিরভাগ জখম ব্যক্তিরই মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়েছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জখম ব্যক্তিদের আত্মীয়রা বারংবার জঙ্গি হামলার জন্য সরকারকেই দায়ী করছেন।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘মোট কতজন হতা-হত হয়েছেন, সেটা আমরা জানি না। বিস্ফোরণের শব্দ পাওয়ার পরেই আমরা তাবায়ান কালচারাল সেন্টার ছেড়ে পালিয়ে এসেছি।’ মহম্মদ হাসান রেজায়ি নামে এক ছাত্রও বিস্ফোরণস্থলে ছিলেন। বিস্ফোরণে তাঁর মুখ ঝলসে গিয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া এই ছাত্র বলেছেন, ‘আমরা তাবায়ান কালচারাল সেন্টারের দ্বিতীয় তলে হলের মধ্যে ছিলাম। বিস্ফোরণের পরেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ে। সবাই সাহায্য চাইছিল। আমি আত্মঘাতী জঙ্গিকে দেখতে পাইনি।’