রাশিয়ায় সুপার মার্কেটে বিস্ফোরণ, আহত অন্তত ১০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Dec 2017 09:01 AM (IST)
ফাইল ছবি
সেন্ট পিটার্সবার্গ: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের এক সুপার মার্কেটে বিস্ফোরণে অন্তত ১০ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘরে তৈরি একটি বোমা ফাটানো হয়েছে ওই সুপার মার্কেটে। একটি দোকানের মধ্যে রাখা ছিল বোমাটি। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করেছে তারা, তবে কারও জীবনের আশঙ্কা নেই। এই ঘটনায় জঙ্গি হাত থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। স্থানীয় সময় সন্ধে সাড়ে ছটা নাগাদ ফাটে বোমাটি। জানা গিয়েছে, সেটি একটি দোকানের স্টোরেজ লকারে রাখা ছিল। এর আগে এপ্রিলে এই সেন্ট পিটার্সবার্গেই মেট্রোর মধ্যে বিস্ফোরণে ১৪ জনের মৃত্যু হয়, আহত হন বহু মানুষ। আল কায়দার সঙ্গে যুক্ত একটি জঙ্গি গোষ্ঠী সেই হামলার দায়স্বীকার করে।