নয়াদিল্লি: ইসলমাবাদে ভারতীয় দূতাবাসের আট জন আধিকারিকের বিরুদ্ধে চরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ খারিজ করে দিল ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ পাকিস্তানের এই অভিযোগকে ‘ভিত্তিহীন ও অপ্রমাণিত’ বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ভারতীয় দূতাবাসের কর্মীদের কালিমালিপ্ত করার জন্য পাকিস্তান ‘পরিকল্পিত’ ও ‘নোংরা’ প্রচেষ্টা চালাচ্ছে। যে আট জন আধিকারিকের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে, তাঁদের মধ্যে চার জনের কূটনৈতিক পাশপোর্ট রয়েছে। তা সত্ত্বেও যেভাবে তাঁদের নাম ও ছবি প্রকাশ করা হয়েছে তাতে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে বাধ্য হয়ে আট জন আধিকারিককেই দেশে ফেরানো ছাড়া অন্য কোনও উপায় নেই। তাঁদের নিরাপত্তার সঙ্গে আপস করা যাবে না। সরকার গুরুত্ব সহকারে বিষয়টি দেখছে।
পাকিস্তানের অভিযোগ, অনুরাগ সিংহ, রাজেশ কুমার অগ্নিহোত্রী, অমরদীপ সিংহ ভাট্টি, ধর্মেন্দ্র সোধি, বিজয় কুমার ভার্মা ও মাধবন নন্দ কুমারের সঙ্গে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’-এর যোগ রয়েছে। তাঁরা বালুচিস্তান ও সিন্ধু প্রদেশে চরবৃত্তি, অস্থিরতা তৈরি এবং ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে যুক্ত। তাঁরা সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দিচ্ছেন। জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবানের সঙ্গেও যোগ রয়েছে এই ভারতীয় আধিকারিকদের। পাকিস্তানের চিন-পাকিস্তানে অর্থনৈতিক করিডরে অন্তর্ঘাতেরও চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এমনকী, পাকিস্তান-আফগানিস্তানের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করে দেওয়ারও চেষ্টা চালাচ্ছেন তাঁরা।
ভারত অবশ্য পাকিস্তানের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, গত সপ্তাহেই ভারতীয় হাই কমিশনের আধিকারিক সুরজিৎ সিংহকে ‘অবাঞ্চিত’ বলে ঘোষণা করে পাকিস্তান। তিনি দেশে ফিরে এসেছেন। পাকিস্তান যেভাবে সীমান্তের এপারে সন্ত্রাস চালাচ্ছে এবং এবার এই ভিত্তিহীন অভিযোগ করছে, তার ফলে উপমহাদেশে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
দূতাবাসের আধিকারিকদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে পাকিস্তান, অভিযোগ ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Nov 2016 10:41 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -