বেজিং: আমেরিকার সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারত যদি চিনের মোকাবিলা করার চেষ্টা করে তাহলে তার ফল ভয়াবহ হবে। এমনই হুঁশিয়ারি দিল চিনা সংবাদমাধ্যম।


সোমবারই হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাই ছিল দুই রাষ্ট্রনেতার প্রথম বৈঠক। সেখানে দ্বিপাক্ষিক ইস্যুর পাশাপাশি পারস্পরিক স্বার্থ জড়িয়ে রয়েছে এমন একাধিক আঞ্চলিক বিষয়বস্তু নিয়েও আলোচনা হয়।


এর কয়েক ঘণ্টার মধ্যেই চিনের সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র গ্লোবাল টাইমস লিখেছে মোদী-ট্রাম্পের বৈঠক নিয়ে পরোক্ষভাবে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। চিনা সংবাদমাধ্যমের দাবি, জাপান বা অস্ট্রেলিয়ার মতো আমেরিকার শরিক নয় ভারত।


এদিন গ্লোবাল টাইমসে লেখা হয়েছে, ভারত যদি মনে করে থাকে চিনের মোকাবিলা করতে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের আউটপোস্ট (দেশের বাইরে ঘাঁটি) হিসেবে কাজ করবে, তাহলে তারা ভুল করবে। এই সিদ্ধান্ত ভয়াবহ বিপর্যয়ের সামিল হবে।


পত্রিকায় আরও লেখা  হয়েছে, ভারত যদি নিজেদের নির্জোট অবস্থান থেকে সরে এসে চিনকে রুখতে আমেরিকার ‘বড়ে’ হওয়ার চেষ্টা করে, তাহলে তারা কূটনৈকতিক কৌশলগত সমস্যায় পড়বে এবং দক্ষিণ এশিয়ায় নতুন ভূ-রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হবে।


এক্ষেত্রে, ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়েছে বেজিং। পত্রিকায় বলা হয়েছে, পাঁচের দশকের শেষে ও ছয়ের দশকের গোড়ার দিকে চিনের মোকাবিলা করতে ভারতকে ব্যবহার করেছিল রাশিয়া ও আমেরিকা। সবাই জানে তারপর কী ঘটেছিল।


চিনা সংবাদমাধ্যমটির দাবি, ভারত যতই চিনের উন্নতি নিয়ে উদ্বিগ্ন হোক না কেন, আখেরে তাদের উচিত নয় এই ভূ-রাজনৈতিক ফাঁদে পা দেওয়া। উল্টে, নিজেদের নিরাপত্তা ও উন্নয়নের কথা মাথায় রেখে নয়াদিল্লির উচিত বেজিংয়ের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।