মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব পরিষেবা বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সার্জেন জেনারেলের পদ থেকে বিবেককে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তাঁকে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে কমিশনড কর্পসের সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন বিবেক।
ফেসবুকে বিবেক লিখেছেন, ‘ভারত এক দরিদ্র কৃষকের পৌত্রকে মার্কিন প্রেসিডেন্ট গোটা দেশের মানুষের স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্ব দিয়েছিলেন। ৪০ বছর আগে আমার পরিবার ভারত থেকে এদেশে এসেছিল। আমাদের এদেশে থাকতে দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। আমাকে সাস্থ্য পরিষেবার সর্বোচ্চ পদে কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। স্বাস্থ্যক্ষেত্রে সমস্যার মোকাবিলা করার জন্য আমি আরও কাজ করতে চেয়েছিলাম। তবে যে সুযোগ পেয়েছি, তার জন্য আমি কৃতজ্ঞ।’
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই নিয়ে প্রশাসনের সর্বোচ্চ পদ থেকে দ্বিতীয় ভারতীয়কে বরখাস্ত করলেন ট্রাম্প। সম্প্রতি নিউ ইয়র্কের অ্যাটর্নি প্রীত ভারানা পদত্যাগ করতে না চাওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়েছে। এবার আপাত কোনও কারণ ছাড়াই বিবেককেও সরিয়ে দেওয়া হল। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে স্বাস্থ্যক্ষেত্রের অন্যান্য আধিকারিকরা বিস্ময় প্রকাশ করেছেন।