মাজার-ই-শরিফ: আফগানিস্থানের সেনা ঘাঁটিতে তালিবানের হামলা। নিহত ৫০ জনেরও বেশি সেনা। আহত অন্তত ৭৩। সেনার পোশাক পড়ে তালিবান জঙ্গিরা উত্তর আফগানিস্থানের বালখ প্রদেশের মাজার-ই-শরিফের কাছে সেনা ঘাঁটিতে ঢুকে পড়ে। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই হয়। এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরণ ঘটায়। গুলির লড়াইয়ে ৯ জন জঙ্গিরও মৃত্যু হয়েছে। একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।


মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ হামলা চালায় জঙ্গিরা। কয়েক ঘণ্টা ধরে গুলির লড়াই চলে। তবে সেই লড়াই শেষ হয়েছে। ন্যাটো সূত্রে খবর, আফগান সেনার ২০৯ নম্বর কর্পসের সদস্যরা যখন প্রার্থনা করছিলেন, সেই সময়ই হামলা চালায় জঙ্গিরা। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিরা সেনাবাহিনীর পোশাকে ছিল। মোট ১০ জন জঙ্গি হামলা চালায়। তাদের মধ্যে সাত জন গুলিতে খতম হয়েছে। দু জন আত্মঘাতী বিস্ফোরণে নিহত।