ওয়াশিংটন: কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা যাতে কার্যকর না প্রার্থনা করে হোয়াইট হাউসে আবেদন পাঠানোর প্রক্রিয়া শুরু করলেন ভারতীয়রা। হোয়াইট হাউসের ওয়েবসাইটে ‘উই দ্য পিপল পিটিশন’ নামে একটি আবেদনপত্রে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। ১৪ মে-র মধ্যে অন্তত এক লক্ষ স্বাক্ষর সংগ্রহ করতে পারলে তবেই ট্রাম্প প্রশাসন এই আবেদনে সাড়া দেবে।


ভারতীয়দের দাবি, কুলভূষণের বিরুদ্ধে চরবৃত্তি ও অন্তর্ঘাতের মিথ্যা অভিযোগ এনে তাঁর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে পাকিস্তানের সামরিক আদালত। ভারতীয় দূতাবাসের আধিকারিকদের সঙ্গে কুলভূষণকে দেখা করতে দেওয়া হয়নি। এতেই বোঝা যাচ্ছে, চক্রান্ত করে এই ভারতীয়কে ফাঁসিয়েছে পাকিস্তান। তাই এ বিষয়ে মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ করা উচিত। কুলভূষণ কোনও অন্যায় করেননি। তাই মিথ্যা অভিযোগে যাতে তাঁকে সাজা না পেতে হয়, সেটা নিশ্চিত করা উচিত।