নিউইয়র্ক: আমেরিকায় ফের জাতি-বিদ্বেষী হামলার শিকার এক ভারতীয়।৩০ বছরের এক ভারতীয় শেফকে আইএস তকমা দিয়ে বেধড়ক মারধর করল এক দুষ্কৃতী। ওমাহার একটি রেস্তোরাঁয় কর্মরত সুথাহর সব্বুরাজের ওপর গতমাসে হামলা চালানো হয়। কালো মুখোশ পরা এক দুষ্কৃতী সুথারাজের মুখে আচমকাই একের পর এক ঘুষি মারতে থাকে। তাঁর পায়েও লাথি মারে ওই দুষ্কৃতী। পুলিশ সূত্র উল্লেখ করে ‘দ্য ওমাহা ওয়ার্ল্ড-হেরাল্ড’ সংবাদপত্রে এ কথা জানানো হয়েছে। সুথারাজকে যথেচ্ছ গালাগালিও করে ওই দুষ্কৃতী। বলে, ‘আইএসআইএস, আমাদের দেশ থেকে বেরিয়ে যাও’। এরপর ওই দুষ্কৃতী পালিয়ে যায়।


হিন্দু আমেরিকানদের একটি সংগঠন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে। দক্ষিণ এশিয় ও মধ্য প্রাচ্য থেকে আসা লোকজনদের প্রতি এ হেন ক্রমবর্দ্ধমান বিদ্বেষের তীব্র নিন্দা করেছে সংগঠনটি। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের নেতারা এই হামলাকে ‘বিদ্বেষজনিত অপরাধ’ বলে মন্তব্য করেছেন। নিরীহ মানুষের ওপর এ ধরনের হামলা মোকাবিলায় প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে। ফাউন্ডেশন জানিয়েছে, ঘটনার তদন্ত করছে পুলিশ।

সুথারাজ গত আড়াই বছর ধরে ওমাহাতে রয়েছেন। তাঁর আশা, হামলাকারীকে শাস্তি দেওয়া হবে এবং তাকে বিভিন্ন ধর্ম ও জাতি সম্পর্কে উপযুক্ত শিক্ষাও দেওয়া হবে।