ফের হামলা লন্ডনে: মৃত ১ মহিলা, আহত অন্তত ৬
ABP Ananda, web desk | 04 Aug 2016 02:06 AM (IST)
লন্ডন: ফের জঙ্গি নিশানায় লন্ডন? মধ্য লন্ডনের রাসেল স্কয়্যারে ছুরি হাতে হামলা চালিয়েছে এক আততায়ী। এখনও পর্যন্ত পাওয়া খবর, হামলায় ১ মহিলার মৃত্যু হয়েছে, আহত অন্তত ৬জন। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার, রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটেছে এই হামলা। আততায়ী ছুরি হাতে সাধারণ পথচারীদের ওপর নির্বিচারে হামলা চালায়। পুলিশ জানিয়েছে, এটি জঙ্গি হামলা হতে পারে। অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা।