ইসলামাবাদ: একটি মামলার শুনানি চলাকালীন ইসলামাবাদ হাইকোর্টের ভিতরে ছবি তুলে বিচারপতির রোষে পড়লেন ভারতীয় হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি পীযূষ সিংহ। তাঁকে লিখিতভাবে ক্ষমা চাইতে হল। নিজের ভুল স্বীকার করায় পীযূষের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি আদালত।

ইসলামাবাদ হাইকোর্টে এই ঘটনার সময় পাকিস্তানের এক ব্যক্তির বিরুদ্ধে ভারতের এক মহিলাকে জোর করে বিয়ে করা সংক্রান্ত মামলার শুনানি চলছিল। উজমা নামে ওই মহিলার দাবি, তাঁর স্বামী তাহির আলি হেনস্থা করছেন এবং ভয় দেখাচ্ছেন। তাহির আবার স্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়ার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। এই মামলার শুনানির সময়ই বিচারপতি মহসিন আখতার কায়ানির ছবি তোলেন পীযূষ। সেই সঙ্গে তিনি আরও দুটি ছবি তোলেন। আদালতের কর্মীরা বিষয়টি বিচারপতির নজরে আনেন। আদালতের নিয়ম ভঙ্গ করার দায়ে এই ভারতীয় কূটনীতিককে ক্ষমা চাওয়ার নির্দেশ দেন বিচারপতি। পীযূষ প্রথমে মৌখিকভাবে ক্ষমা চান। পরে তিনি লিখিতভাবে ক্ষমা চেয়ে নেন।