ইসলামাবাদ: এখানে সার্কের এক বৈঠকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মন্ত্রীর উপস্থিতির প্রতিবাদে ওয়াকআউট করলেন পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের কূটনীতিক। রবিবার পাকিস্তানের রাজধানীতে সার্ক সনদ দিবস উপলক্ষ্যে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বৈঠকে পাক অধিকৃত কাশ্মীরের মন্ত্রী চৌধুরি মহম্মদ সঈদের হাজিরায় আপত্তি তোলেন শুভম সিংহ নামে ওই কূটনীতিক। ভারতের দাবি, পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর তার অবিচ্ছেদ্য অংশ, পাক অধিকৃত কাশ্মীরের কোনও মন্ত্রীকে স্বীকৃতিও দেয় না নয়াদিল্লি।
উরির সেনা ছাউনে সন্ত্রাসবাদী হামলার পর ২০১৬-য় ভারত ইসলামাবাদে হতে চলা ১৯-তম সার্ক সম্মেলন থেকে সরে যায়। বাংলাদেশ, ভুটান, আফগানিস্তানও সেখানে যোগদানে রাজি না হওয়ায় সম্মেলনই স্থগিত হয়ে যায়। তারপর থেকে আর কোনও সার্ক সম্মেলন হয়নি।
পাশাপাশি জম্মু ও কাশ্মীরে পুলিশকর্মীদের নৃশংস হত্যা ও নিহত কাশ্মীরী সন্ত্রাসবাদী বুরহান ওয়ানিকে মহিমান্বিত করে পাকিস্তানের ডাকটিকিট প্রকাশের নিন্দা করেও গত সেপ্টেম্বরে নিউইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পাকিস্তানের সঙ্গে বিদেশমন্ত্রী স্তরে বৈঠক বাতিল করে ভারত।