নিউ ইয়র্ক: ৬-৮ বছরের মেয়েদের যৌনাঙ্গ অস্ত্রের আঘাতে বিকৃত করেন তিনি। এই অভিযোগে নিউ ইয়র্কে গ্রেফতার হয়েছেন এক ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক। আমেরিকায় এ ধরনের অভিযোগ এই প্রথম।
অভিযুক্ত চিকিৎসকের নাম জুমানা নাগরওয়ালা। মিশিগানের লিভোনিয়া এলাকায় নিজের চেম্বারে তিনি এই কাণ্ড ঘটাতেন বলে অভিযোগ। তাঁর কাছে মেয়েদের অঙ্গহানি ঘটানোর জন্য ভিন্ন ভিন্ন প্রদেশ থেকেও লোক আসত।
মার্কিন আইনে মেয়েদের যৌনাঙ্গ বিকৃতকরণ অপরাধ কিন্তু পরিসংখ্যান বলছে, ১৯৯৭ থেকে এই সংখ্যা আমেরিকায় দ্রুত বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এর ফলে মেয়েদের যৌনাঙ্গের বহিরাঙ্গ আংশিক বা পুরোপুরি কেটে বাদ দেওয়া হয়। ভয়াবহরকম মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত এই ঘটনার সঙ্গে চিকিৎসাগত কোনও যোগাযোগ নেই। আফ্রিকা, মধ্য প্রাচ্য ও এশিয়ার ২০ কোটিরও বেশি মেয়ে এর শিকার হয়েছেন।
যে মেয়েদের ওপর নাগরওয়ালা অস্ত্রোপচার করেছেন বলে অভিযোগ, তারা জানিয়েছে, পেটে ব্যথার কথা বলে ডাক্তার দেখানোর ছুতোয় বাবা মা তাদের ওই চেম্বারে নিয়ে আসতেন। সেখানেই চলত অপারেশন।
নাগরওয়ালাকে ডেট্রয়েটের ফেডারেল আদালতে তোলা হবে। অপরাধ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ৫ বছরের জেল হতে পারে।
মেয়েদের যৌনাঙ্গ বিকৃত করার দায়ে আমেরিকায় অভিযুক্ত ভারতীয় চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Apr 2017 02:29 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -