ওয়াশিংটন: উত্তর কোরিয়ার সঙ্গে চরম সংঘাতের পথে যাচ্ছে আমেরিকা? হোয়াইট হাউস সূত্রের খবর, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচীর জবাবে ‘সামরিক বিকল্পে’র বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে।

উত্তর কোরিয়া খুব শীঘ্রই আগামীকাল ফের একটি পরমাণু বোমা বা ক্ষেপনাস্ত্রর পরীক্ষা করবে বলে জোর জল্পনা চলছে।

হোয়াইট হাউসের বিদেশ নীতি সংক্রান্ত এক পরামর্শদাতা বলেছেন, আমেরিকা আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিপদের মোকাবিলায় প্রস্তুত।

হোয়াইট হাউস মনে করছে, উত্তর কোরিয়ার নতুন পরমাণু অস্ত্র বা ক্ষেপনাস্ত্র পরীক্ষার জোরাল সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হল, কখন তারা তা করবে।

একইসঙ্গে ওই পরামর্শদাতা জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক বিকল্পর বিষয়টি ইতিমধ্যেই পর্যালোচনা করা হয়েছে।