লন্ডন: রেস্তোরাঁয় মানুষের মাংস। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই গুজবে জেরবার ব্রিটেনের একটি ভারতীয় রেস্তোরাঁ। এই ভুয়ো খবরের জেরে হয়ত রেস্তোরাঁ বন্ধই করে দিতে হতে পারে। ‘কারি টুইস্ট’ নামে দক্ষিণ-পূর্ব লন্ডনের এই রেস্তোরাঁর মালকিন শিনরা বেগমের গলায় রীতিমতো আতঙ্কের সুর। তিনি বলেছেন, লোকজন দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। পুলিশ অফিসাররা তলব করেছে।
একটি কৌতুকসংবাদ সাইট থেকেই গুজবের উত্স। এই সাইটে নামপরিচয়হীন ব্যক্তিরা তাঁদের ভুয়ো গল্প জমা দিতে পারেন। পরে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। আর এই ভুয়ো খবরেই লাটে ওঠার দশা ৬০ বছরের পুরানো ওই রেস্তোরাঁর ব্যবসা।
শিনরা বলেছেন, ‘রেস্তোরাঁয় ভাঙচুর চালানোর হুমকিতে রয়েইছে। কেউ কেউ আবার পুলিশে খবর দিয়েছে। অনেকেই ফোন করে বলছেন, কোন সাহসে তোমরা মানুষের মাংস খাওয়াচ্ছ। এই সব ঝামেলায় ব্যবসাটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যদি আমার ক্ষেত্রে না হত, তাহলে হয়ত সব শুনে হেসে ফেলতাম। কিন্তু গুজবটা এমন পর্যায়ে পৌঁছেছে যে লোকজন তা বিশ্বাসও করে ফেলছেন’।
অসহায় গলায় শিনরা বলেছেন, ‘এখানে আমরা ৬০ বছর রয়েছি। ওই একটা লেখার ঠেলায় রেস্তোরাঁটা বন্ধই না করে দিতে হয়’!
শিনারা আরও বলেছেন, ওই লেখাতে শুধুমাত্র একটা অনুচ্ছেদ রয়েছে। বানান ও ব্যকরণের ভুলে ভরা ওই লেখাটাই লোকে সত্যি বলে বিশ্বাস করছেন।
ফেসবুকে ‘এশিয়ান রেস্টুরেন্ট শাট ডাউন ফর ইউজিং হিউম্যান মিট’ শিরোনামে তা শেয়ার করা হয়েছে। কৌতুক খবরের সাইটে প্রকাশিত লেখাটিতে বলা হয়েছে, ‘নিউ ক্রস রেস্তোরাঁয় খাবারে মানুষের মাংস পরিবেশনের জন্য গতকাল রাতে এর ভারতীয় মালিক রঞ্জন পটেলকে গ্রেফতার করা হয়েছে। মাংস হিসেবে ব্যবহারের জন্য ৯ টি বরফে জমা দেহ উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রঞ্জন পুলিশের হেফাজতে রয়েছে এবং রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়েছে’।
শিনারা জানিয়েছেন, ওই ভুয়ো খবরটি ছড়িয়ে পড়ার পর তাঁর রেস্তোরাঁয় খদ্দেরের সংখ্যাও কমে গিয়েছে। কয়েকজন কর্মীর কাজের সময়ও কমিয়ে দিতে হয়েছে।
নরমাংস বিক্রি হয়! ভুয়ো খবরে বন্ধ হতে বসেছে ব্রিটেনের ভারতীয় রেস্তোরাঁ
ABP Ananda, web desk
Updated at:
18 May 2017 03:15 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -