ওয়াশিংটন: মার্কিন রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে গ্রিন টি পাঠাল কলকাতার একটি সংস্থা। সঙ্গে বার্তা, এই চা খেলে ‘মন শুদ্ধ’ হবে।


কলকাতাস্থিত একটি চা-বিপণী সংস্থা সম্প্রতি ট্রাম্পকে অসমের বিখ্যাত গ্রিন টি-র ৬ হাজার ব্যাগ পাঠিয়েছে। সেইসঙ্গে একটি বার্তাও পাঠানো হয়। সেখানে বলা হয়-

সুধি মিস্টার ট্রাম্প, ভারত থেকে নমস্তে। আমরা আপনাকে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্রিন টি পাঠালাম। এটা শরীরে ক্ষতিকারক মৌলের সঙ্গে লড়াই করতে সাহায্য করে। শরীর ও মন শুদ্ধ করে এবং সুস্থ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটাও প্রমাণিত যে, গ্রিন টি মানুষকে আরও বিচক্ষণ করে তোলে। মিস্টার ট্রাম্প, অনুগ্রহ করে এই চা পান করবেন। এতে আপনার ভাল, আমেরিকার ভাল, বিশ্বের ভাল হবে।

এমন একটা ‘খোঁচা দেওয়ার’ বার্তা কেন পাঠানো হল? ভিডিও বার্তায় সংস্থার এক শীর্ষ আধিকারিক বলেন, মিস্টার ট্রাম্পের উদ্দেশ্যে বার্তা একটাই। নিজেকে শুদ্ধ করার সময় এখনও পেরিয়ে যায়নি। ওই কর্তা জানান, ওই বিপুল পরিমাণ চা নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার্স-এর ঠিকানায় পাঠানো হয়েছে।

ওই কর্তা আরও জানান, ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বকে উদ্বেগে রেখেছেন। আমরা ওনাকে আটকাতে পারব না, হয়ত তাঁর মধ্যে বদল আনতে পারি। তিনি বলেন, আমাদের বিশ্বাস, গ্রিন টি পান করে উনি দেশের ভাল করবেন।