লাহৌর: কাশ্মীর ইস্যু নিয়ে ফের সরব হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু ধরার প্রচেষ্টা তাঁরা চালিয়েই যাবেন। উল্লেখ্য, কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকার পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। বিভিন্ন জায়গায় চলছে হিংসাশ্রয়ী প্রতিবাদ-বিক্ষোভ। এরইমধ্যে ঘোলা জলে মাছ ধরতে নামার কোনও কৌশলই বাকি রাখছে না পাকিস্তান। কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আজ লাহৌরে মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডেকেছেন শরিফ। এই বৈঠকে কাশ্মীর নিয়ে পাকিস্তানের ভবিষ্যত কর্মপন্থার রূপরেখা তৈরি করা হবে।
পাক প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, বুরহান ওয়ানির হত্যার পর নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন এবং সামগ্রিকভাবে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে।
পাক দূতকে তলব করে বুরহানের জঙ্গি কার্যকলাপের প্রমাণ দেখাতে পারে ভারত
ABP Ananda, web desk
Updated at:
14 Jul 2016 06:52 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -