জোহানেসবার্গ: আজ ভোরে দক্ষিণ আফ্রিকার ডারবানে এক অনাথ আশ্রমে আগুনে পুড়ে আট শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ছ জনই শিশু, এবং সবচেয়ে ছোট বাচ্চাটির বয়স মাত্র আট।
আগুন লাগার সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে অনাথ আশ্রম কর্তৃপক্ষ। রাত প্রায় দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। আগুনে আক্রান্তদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আগুন মূলত অনাথ আশ্রমের ছেলেদের বিভাগে লাগে। তাই আক্রান্তদের মধ্যে ২১ বছরের তরুণ থেকে ৮ বছরের শিশু রয়েছে। ঘটনার চার ঘন্টা পর আগুন আয়ত্তে আসে, এবং আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে অনাথ আশ্রম কর্তৃপক্ষ।
একইরকম ভাবে ২০১০ সালে ওই অঞ্চলেরই অপর এক অনাথ আশ্রমে আগুনে পুড়ে ১৩ শিশুর মৃত্যু হয়। সেই বছরই জোহানেসবার্গের এক বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে ২২জন প্রবীণ মানুষের মৃত্যু হয়।
দক্ষিণ আফ্রিকার অনাথ আশ্রমে আগুনে পুড়ে ৮ শিশুর মৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Jul 2016 10:12 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -