নয়াদিল্লি: ব্রিটেনে আটশোটি ভারতীয় সংস্থা রয়েছে। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়ায় সেই সংস্থাগুলির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষজ্ঞদের মতে, এতদিন ব্রিটেনের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলির নাগাল পাওয়া অনেক সহজ ছিল। এবার সেই কাজটা অনেক কঠিন হয়ে উঠবে।
এদিন সকালে ব্রিটেনে গণভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়েই হৈচৈ পড়ে যায়। ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ায় ভারতের সংস্থাগুলির কপালেও চিন্তার ভাঁজ পড়ে।
শুধুমাত্র ব্রিটেনেই আটশো ভারতীয় কোম্পানি আছে, যাতে এক লক্ষেরও বেশি কর্মচারী কাজ করেন। এই সংস্থাগুলি ২০১৫ সালে ব্রিটেনে ২ লক্ষ ৪৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির আয়ের ৬ থেকে ১৮ শতাংশও আসে ব্রিটেন থেকে। ব্রিটেনের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়নের ২৮টি দেশের ৫০ কোটি মানুষের বিশাল বাজারে পৌঁছতে পারে ভারতীয় কোম্পানিগুলি।
বিশেষজ্ঞদের মতে, ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ফলে এত সহজে এই বিশাল বাজারের নাগাল পাওয়া সমস্যা হয়ে যাবে। ফলে ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে কোম্পানিগুলির লাভে প্রভাব পড়তে পারে ।
ব্রিটেন ইউরোপিয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেলে ভারতীয় কোম্পানিগুলিকে এই গোষ্ঠীভুক্ত বাকি দেশগুলির সঙ্গে আলাদা করে চুক্তি করতে হবে। এতে কোম্পানিগুলির খরচ বাড়বে, চুক্তি সংক্রান্ত ঝক্কি-ঝামেলাও পোহাতে হবে। ব্রিটেনের ভারতীয় কোম্পানিগুলিকে ইউরোপিয় ইউনিয়নের বাকি দেশগুলিতে ব্যবসা করার জন্য কর দিতে হবে।
টাটা গোষ্ঠীর জাগুয়ার ল্যান্ড রোভার কোম্পানির বক্তব্য অনুযায়ী, ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার ফলে তাদের ১০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে। অন্যদিকে, ব্রেক্সিটের ফলে ভিসা নিয়ম আরও কড়া হতে পারে।
সেক্ষেত্রে ব্রিটেনের ভারতীয় কোম্পানিগুলিকে কর্মচারী সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হতে পারে। ব্রিটেনে পড়তে যাওয়া ভারতীয় ছাত্রদেরও সমস্যা হতে পারে।
গণভোটে ই ইউ ছাড়ার পক্ষে রায়, কপালে ভাঁজ ব্রিটেনের ভারতীয় সংস্থাগুলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jun 2016 03:08 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -