নিউইয়র্ক: আমেরিকায় ৯ বছরের এক ভারতীয় মেয়ের রহস্যমৃত্যু। তার সৎ মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে।

সূত্রের খবর, আশদীপ কৌর নাম মেয়েটি তিনমাস আগে আমেকিরায় যায়। বাবা সুখজিন্দর সিংহ এবং সৎ মার সঙ্গে একই অ্যাপার্টমেন্টে ছিল সে। সেখানেই বাথটবে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ওই একই অ্যাপার্টমেন্টে ভাগাভাগি করে থাকত আরও একটি পরিবার। তারা জানিয়েছে, সৎ মায়ের সঙ্গে আশদীপকে বাথরুমে যেতে দেখেছে তারা। কিন্তু বেরোনোর সময় আশদীপের সৎ মা বেরোলেও আশদীপ বেরোয়নি। অনেকক্ষণ বাথরুম থেকে না বেরোনোয় সন্দেহ হয় ওই পরিবারের। তারা গেলে আশদীপের মা জানায় আশদীপ স্নান করছে। কিন্তু তাতে কান না দিয়ে বাথরুমের দরজা খুলে ওই পরিবার দেখে বাথটবে পড়ে রয়েছে আশদীপের নিথর দেহ। জল ছিল না বাথটবটিতে। সেইসময় সেখান থেকে চম্পট দেয় আশদীপের সৎ মা। পরে অন্য এক জায়াগা থেকে তার খোঁজ পায় পুলিশ।

সৎ মায়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। আশদীপের আত্মীয়রা জানিয়েছেন, এর আগেও সৎ মায়ের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছিল আশদীপ। বাবা বাড়িতে না থাকলে ছোট্ট মেয়েটির ওপর অত্যাচার করত সৎ মা। মারধরও করত বলে অভিযোগ। পছন্দ না করলেও ছোট্ট মেয়েটিকে যে মেরে ফেলতে পারে, একথা ভাবতেই পারছে না আশদীপের আত্মীয়-স্বজন।