তবে গুপ্তচর সংস্থাটি কোন দেশের, তা বলা হয়নি চিঠিতে।
১৯৯৭-এর সন্ত্রাসবাদ আইনে ৩০ জানুয়ারি থেকে লাহোরে গৃহবন্দি সঈদ। জনসুরক্ষা আইনে ২৬ নভেম্বর পর্যন্ত আরও ৩০ দিন তাঁর গৃহবন্দি থাকার মেয়াদ বাড়িয়েছে স্বরাষ্ট্র দপ্তর। তাদের গত মাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাড়া পেলেই সঈদ আইনশৃঙ্খলা বিপন্ন করে তুলতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
২০০৮-এর মুম্বই সন্ত্রাসবাদী হামলার মস্তিষ্ক হাফিজের সংগঠনটিকে ২০১৪-র জুনে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করে আমেরিকা। নানা সন্ত্রাসে তাঁর হাত থাকার ব্যাপারে তাঁর মাথার দামও ১ কোটি মার্কিন ডলার ঘোষণা করেছে ওয়াশিংটন।