নিউইয়র্ক: আমেরিকায় বিমানে মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার এক ভারতীয় যাত্রী। লস অ্যাঞ্জেলেস থেকে নিউ জার্সি যাওয়ার পথে ওই মহিলার পাশে বসেছিলেন ৫৮ বছরের ওই যাত্রী। কুমতলবে ওই ভারতীয় মহিলা যাত্রীর দেহ স্পর্শ করেন বলে অভিযোগ।
অভিযুক্ত বীরভদ্ররাও কুনাম অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল নেওয়ার্কের একটি যুক্তরাষ্ট্রীয় আদালতে তাঁকে পেশ করা হয়। তবে ৫০ হাজার মার্কিন ডলার বন্ডের বিনিময়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২ বছরের জেল ও আড়াই লক্ষ মার্কিন ডলার জরিমানা হবে।
গত ৩০ জুলাই বিমান নেওয়ার্কে অবতরণের পর কুনামকে গ্রেফতার করা হয়। তাঁকে এফবিআই হেফাজতে রাখা হয়েছিল।
অভিযোগ, বিমানে অভিযোগকারিনীর পাশের সিটে বসেছিলেন কুনাম। ওই মহিলা মাঝের সিটে বসেছিলেন। যাত্রা পথে মহিলা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখতে পান যে, কুনাম যৌন অভিপ্রায়ে তাঁর দেহ স্পর্শ করছেন। সঙ্গে সঙ্গে ওই মহিলা বিষয়টি তাঁর সঙ্গীকে জানান। এরপর মহিলার সহযাত্রী সিট পরিবর্তন করে কুনামের দিকে অভিযোগের আঙুল তোলেন।
অভিযোগ, এরপর কুনাম ওই মহিলার সহযাত্রীকে ঘটনার কথা ভুলে যেতে বলেন এবং মিটমাট করে নেওয়ার জন্য ড্রিঙ্কের প্রস্তাবও দেন। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে বিমানকর্মীদের বিষয়টি জানান মহিলার সঙ্গী। বিমানের কর্মীরা কুনামকে অন্য সিটে সরিয়ে দেন। পরে বিমান অবতরণ করলে কুনামকে গ্রেফতার করা হয়।
আমেরিকায় বিমানে মহিলা যাত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার ভারতীয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Aug 2016 02:51 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -