লাহৌর: পাক জেলে রহস্যজনকভাবে মৃত্যু ভারতীয়র। গুপ্তচরবৃত্তির অপরাধে ২০ বছরেরও বেশি সময় ধরে পাক জেলে বন্দি ছিলেন কিরপাল সিংহ নামে বছর ৫০-এর ওই ব্যক্তি। হঠাতই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। ১৯৯২ সালে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিলেন তিনি। তখনই তাঁকে গ্রেফতার করে পাক সরকার। পাকিস্তানের কট লখপত জেলের এক আধিকারিক জানিয়েছেন, জেলের কক্ষের মধ্যেই মৃতদেহটি দেখতে পান তাঁরা। কিরপালের দেহ ময়নাতদন্তের জন্য জিন্না হাসপাতালে পাঠানো হয়েছে। কিরপালের মৃত্যুর ঘটনায় অন্যান্য জেলবন্দিদের বয়ানও রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এক জেলবন্দি জানিয়েছে, বুকে ব্যাথা হচ্ছিল বলে জানিয়েছিলেন কিরপাল। জেলের পুলিশের প্রধান জানিয়েছেন, তাঁদের প্রাথমিক অনুমান, অসুস্থতা জনিত কারণেই মৃত্যু হয়েছে কিরপালের। এর নেপথ্যে কোনও রহস্য নেই। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই সঠিক কারণ জানানো যাবে। প্রসঙ্গত, পাকিস্তানের পঞ্জাব প্রদেশে বোমা বিস্ফোরণের ঘটনায় কিরপালকে মৃত্যুদণ্ড দিয়েছিল লাহৌর হাইকোর্ট। কিন্তু কোনও এক অজ্ঞাতকারণে তা রদ হয়ে যায়। উল্লেখ্য, এর আগে ২০১৩ সালে ওই একই জেলে মৃত্যু হয় ভারতীয় বন্দি সর্বজিতের। অন্যান্য বন্দিদের হাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।