নিউ ইয়র্ক: আমেরিকার মিশিগানে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক ভারতীয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও তাঁর শিশুপুত্র। সুইমিং পুলের জলে ডুবে মৃত্যু হয়েছে তাঁদের।


মৃত ইঞ্জিনিয়ারের নাম নাগারাজু সুরেপল্লী, বয়স ৩১। অন্ধ্রপ্রদেশের গুন্টুরের এই বাসিন্দা ৩ বছর আগে ওয়ার্ক ভিসায় আমেরিকা এসেছিলেন। মঙ্গলবার মিশিগানের নভি শহরে তাঁদেরই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সুইমিং পুল থেকে নাগারাজু ও তাঁর ৩ বছরের ছেলে অনন্তের দেহ উদ্ধার হয়।

জানা গিয়েছে, ছেলের সঙ্গে সুইমিং পুলের ধারে খেলছিলেন নাগারাজু। তখন ট্রাইসাইকেল সহ ছেলেটি পুলের জলে পড়ে যায়। তাকে তুলতে গিয়ে ডুবে যান নাগারাজুও। সে সময় পুলের আশপাশে আর কেউ না থাকায় এই দুর্ঘটনা কারও চোখে পড়েনি। পরে জলে ভেসে ওঠে তাঁদের দেহ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়।

নাগারাজুর স্ত্রী বিন্দু এখন আমেরিকায় রয়েছেন। তাঁদের বন্ধুবান্ধবরা অনলাইনে ১৫০,০০০ মার্কিন ডলার তুলেছেন, যাতে বাবা-ছেলের দেহ ভারতে পাঠানো যায়, করা যায় শেষকৃত্য সহ সমস্ত কাজ। শিকাগো ও নিউ ইয়র্কে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।