ওয়াশিংটন: শার্লটভিলে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করায় জাতিবিদ্বেষমূলক ভয়েসমেলে হুমকি দেওয়া হল ভারতীয় বংশোদ্ভূত এক সিইও-কে।

জিএমএস ননস্টিক –এর প্রতিষ্ঠাতা তথা সিইও রবীন গাঁধী সিএনবিসি-তে উত্তর-সম্পাদকীয়তে একটি নিবন্ধে মার্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেছিলেন।

এই নিবন্ধ প্রকাশিত হওয়ার পরই ট্রাম্প সমর্থকরা রবীন গাঁধীর সমালোচনা শুরু করেন। তাঁকে নানা ধরনের বিদ্বেষমূলক মেল পাঠানো হয়। দেওয়া হয় হুমকি। এরইমধ্যে ছিল এক মহিলার বিদ্বেষমূলক ভয়েস মেল। তাঁকে এভাবে নিশানা করার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রবীন গাঁধী। তিনি ওই ভয়েসমেলটি প্রকাশ্যে এনেছেন।ইউটিউবে ওই অডিও ক্লিপটি তিনি পোস্ট করেছেন। একই সঙ্গে তাঁকে দেশ ছাড়তে বলার জন্য ট্রাম্প-ভক্তদের উদ্দেশে চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন তিনি। রবীন গাঁধী বলেছেন, তাঁর জন্ম আমেরিকায়। তিনি এই দেশেরই নাগরিক। এ বিষয়ে ট্রাম্পের সমর্থককের অজ্ঞতাকে খোঁচা দিয়েছেন তিনি।

রবীন গাঁধী একইসঙ্গে তুলে ধরতে চেয়েছেন যে, জাতিবিদ্বেষী হামলার শিকার হওয়ার বিষয়টি আর্থ-সামাজিক প্রেক্ষাপটের ওপর নির্ভরশীল নয়।

অডিওটিতে এক মহিলাকে রবীন গাঁধীর উদ্দেশে অশালীন গালিগালাজ করতে শোনা গিয়েছে। অশ্রাব্য ভাষায় তাঁকে ভারতীয় হিসেবে উল্লেখ করে আমেরিকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

মার্টিন লুথার কিং-কেও তীব্র ভাষায় আক্রমণ করেছে ওই মহিলা।