নিউ ইয়র্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর একটি ক্লাবে জঙ্গি হামলার সময় বহু মানুষকে বাঁচিয়ে নায়ক হয়ে উঠেছেন ভারতীয় বংশোদ্ভূত এক নাবিক। যিনি সদ্য নৌবাহিনীর চাকরি ছেড়ে ওই ক্লাবে বাউন্সার হিসেবে যোগ দিয়েছেন।
ইমরান ইউসুফ (২৪) মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে সার্জেন্ট হিসেবে কাজ করেছেন ২০১০-এর জুন থেকে গত মাস পর্যন্ত। ২০১১ সালে তিনি আফগানিস্তানে ছিলেন। তাঁর পরিবার চার প্রজন্ম আগে ভারত থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানায় চলে যায়। তাঁর ঠাকুর্দা মুসলিম হলেও, ঠাকুমা ও মা হিন্দু।
অরল্যান্ডোর ওই ক্লাবে জঙ্গি হামলার সময় সেখানেই ছিলেন ইউসুফ। হঠাৎ তিন-চারটি গুলির শব্দ শুনতে পান। ক্লাবের ভিতরে সেই সময় প্রায় ৭০ জন ছিলেন। তাঁরা সবাই ভয়ে সিঁটিয়ে গিয়েছিলেন। কারও নড়ার ক্ষমতা ছিল না। ইউসুফ জানতেন, পিছনের দিকে একটি দরজা আছে। তিনি চিৎকার করে সেই দরজা খুলতে বলেন। কিন্তু কেউ সাহস পাচ্ছিলেন না। এই সময় নৌবাহিনীর অভিজ্ঞতা কাজে লাগে। ইউসুফ লাফিয়ে গিয়ে দরজা খুলে সবাইকে বাইরে পাঠিয়ে দেন।
এতজনের প্রাণ বাঁচিয়েও ইউসুফের কোনও ভাবান্তর নেই। তিনি ফেসবুকে লিখেছেন, ‘অনেকেই আমাকে নায়ক বানিয়ে দিয়েছে। কিন্তু একজন প্রাক্তন নাবিক এবং আফগানিস্তানে কাজ করা ব্যক্তি হিসেবে আমি জানি, ওই পরিস্থিতিতে স্বাভাবিক প্রতিক্রিয়া যা হওয়া উচিত ছিল, আমি সেটাই করেছি।’ ৭০ জনকে বাঁচাতে পারলেও, ৪৯ জনের মৃত্যু হওয়ায় আফশোস করছেন ইউসুফ। তিনি বলছেন, আরও অনেক মানুষকে বাঁচাতে পারলে ভাল হত।
অরল্যান্ডোর হামলার সময় বহু মানুষের প্রাণ বাঁচিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত নাবিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2016 02:17 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -