নিউইয়র্ক: হাঙর-হানায় মারা গেলেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা।
খবরে প্রকাশ, ১৮ জনের একটি গ্রুপের সদস্য হিসেবে কোস্টা রিকার কোকোস দ্বীপ ন্যাশনাল পার্কে ডাইভিং করতে গিয়েছিলেন রোহিনা ভাণ্ডারী নামে ওই মহিলা। সেই সময় তাঁর ওপর হামলা চালায় একটি টাইগার-শার্ক।
বস্তুত, এই জায়গাটি এই প্রজাতির হাঙরের বিপুল উপস্থিতির জন্য বিখ্যাত। যে কারণে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই কোকোস দ্বীপের নাম রয়েছে।
কোস্টা রিকার পরিবেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওয়াল স্ট্রীটের প্রাইভেট ইক্যুইটি ম্যানেজার পদে কর্মরত রোহিনাকে ক্ষতবিক্ষত অবস্থায় জল থেকে উদ্ধার করা হয়।
সঙ্গে সঙ্গে তাঁর চিকিৎসা শুরু করেন পার্কের গার্ড ও দ্বীপে ছুটি কাটাতে আসা চিকিৎসকরা। কিন্তু, প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো সম্ভব হয়নি রোহিনাকে।
ওই ঘটনায় হাঙর-হানায় জখম হয়েছেন এক ডাইভিং প্রশিক্ষকও। যদিও, তাঁর চোট গুরুতর নয় বলে জানা গিয়েছে। তিনি জানান, প্রশিক্ষণের প্রায় শেষ মুহূর্তে তাঁরা যখন ভেসে উঠছিলেন, সেই সময় ওই টাইগার-শার্ক হামলা চালায়।
ওই প্রশিক্ষক জানান, অন্য প্রশিক্ষকরা হাঙরকে তাড়িয়ে দেন। কিন্তু, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, টাইগার শার্করা আকারে বেশ বড় এবং অত্যন্ত আক্রমণাত্মক হয়। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলির কাছে তাদের প্রচুর দেখা মেলে।