করাচি: জাল নথিপত্র দেখিয়ে পাঁচ বছরেরও বেশি পাকিস্তানে বসবাস করার অভিযোগে এক ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পাক সরকারে। ধৃতের নাম আর্শাদ হোসেন। করাচির জেল রোড অঞ্চল থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।


 

পাকিস্তানের বিদেশি নথিভুক্তি বিভাগের আধিকারিক আরিফ খানের দাবি, শনিবার আর্শাদকে গ্রেফতার করা হয়েছে। তাঁর কাছ থেকে ভারতীয় পাশপোর্ট সহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়েছে। তাঁকে জেরা করে জানা গিয়েছে, ২০১১ সালে মুম্বই থেকে করাচিতে আসেন তিনি। তখন থেকেই তিনি করাচিতে বাস করছেন।

 

আরিফের আরও দাবি, করাচিতে যাওয়ার পর জাল পাকিস্তানি পাশপোর্ট, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত নথি এবং অন্যান্য প্রয়োজনীয় সরকারি নথিপত্র বানিয়ে নিয়েছিলেন আর্শাদ। তিনি কী কাজ করছিলেন জানা যায়নি। তবে আরিফ বলছেন, এই ভারতীয়র বিরুদ্ধে চরবৃত্তির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।