ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রে ফের খুন হলেন এক ভারতীয়। ওয়াশিংটনে একটি গ্যাস স্টেশনের মধ্যে একটি দোকানে ঢুকে দুই মুখোশধারী দুষ্কৃতী গুলি করে খুন করেছে বিক্রম জরিয়াল (২৬) নামে ওই যুবককে। তিনি পঞ্জাবের হোসিয়ারপুরের বাসিন্দা ছিলেন। মাত্র ২৫ দিন আগেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন বিক্রম। কিন্তু এরই মধ্যে তাঁর মর্মান্তিক পরিণতি হল।


বিক্রমের মৃত্যুর তদন্ত শুরু হয়েছে বলে ট্যুইট করে জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, তদন্তকারী সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। হত্যাকারীদের গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।


স্থানীয় পুলিশ সূত্রে খবর, নিহত বিক্রম ওই দোকানে কাজ করতেন। দুই মুখোশধারী অর্থ লুঠের উদ্দেশ্যে ওই দোকানে যায়। তাদের দাবি অনুযায়ী অর্থ দিয়েও দেন বিক্রম। কিন্তু তা সত্ত্বেও তাঁকে গুলি করে এক দুষ্কৃতী। এরপর তারা পালায়। হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিক্রমকে। কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।


ইয়াকিমা পুলিশ বিভাগের আধিকারিক মাইক বাস্তিনেলি বলেছেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওই দোকানের কোনও কর্মীর সঙ্গে দুষ্কৃতীদের যোগসাজশ ছিল। নজরদারি ক্যামেরায় যে দু জনকে পালিয়ে যেতে দেখা গিয়েছে, তাদের মধ্যে একজনকে খুব চেনা মনে হচ্ছে। যে দুষ্কৃতী বিক্রমকে গুলি করেছে, সে কালো পোশাক পরে ছিল। নিহত বিক্রম পুলিশকর্মীদের ঘটনার কথা জানাতে পারতেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। তবে সব তথ্য-প্রমাণ জোগাড় করে দুষ্কৃতীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।