মিলান, নয়াদিল্লি:  উত্তর ইতালির মিলানে বিভিন্ন ঘটনায় আক্রান্ত ভারতীয় পড়ুয়ারা। ঘটনা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল ভারতীয় বিদেশমন্ত্রক। মিলানে ভারতীয় পড়ুয়াদের ওপর কী ধরনের হামলা চলছে সেদিকে কড়া নজর রাখছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।আজ এক টুইট করে সেকথা জানিয়েছেন তিনি।






এদিকে ইতালির মিলানে ভারতীয় কনস্যুলেটের পক্ষ থেকে এক নির্দেশিকা জারি করে সেদেশে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের আতঙ্কিত হতে বারণ করা হয়েছে। বিষয়টি নিয়ে মিলানে সর্বোচ্চ স্তরে আলোচনা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে সেখানকার কনস্যুলেটের তরফে। তবে এই হামলার সঙ্গে কোনওভাবে বর্ণবৈষম্যের যোগ আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে। তবে সিডিআই-এর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বসবাসকারী ভারতীয় পড়ুয়ারা যেন অবশ্যই বাইরে গেলে একে অপরের সঙ্গে যোগাযোগ রাখে। এছাড়া যেসমস্ত জায়গায় এই হামলার ঘটনা বেশি ঘটছে, সেই জায়গাগুলো এড়িয়ে চলতে হবে।