লন্ডন: লিফট দেওয়ার নাম করে গাড়ির মধ্যেই ব্রিটিশ মহিলাকে ধর্ষণ! ২০১৭ সালের এই ঘটনায় অজয় রানা নামের ৩৫ বছরের ভারতীয় যুবককে ৭ বছরের কারাদণ্ড দিল ব্রিটেনের আদালত।


২০১৭ সালের ৯ ডিসেম্বরের ঘটনা। সাফকের লোস্টফ শহরে লিফট দেওয়ার নাম করে ব্রিটিশ মহিলাকে গাড়িতে তুলে ধর্ষণ করে অজয় রানা। নির্যাতিতা মহিলা কোনও ভাবে ওই গাড়ি থেকে পালিয়ে রাস্তার কাছেই এক বাড়িতে আশ্রয় নেয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা সেখানে আসে এবং সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কথা বলে ও তদন্ত শুরু করে। তদন্তে পুলিশকে সাহায্য করে অজয় রানার গাড়ি। জানা যায় অপরাধ সংগঠিত করার পরই ভারতে পালিয়ে আসে অজয়। অপরাধী তার মায়ের অসুস্থতার অজুহাত দেখিয়ে ভারতে আসে বলে তদন্তকারীরা জানতে পরে।


উল্লেখ্য, অজয় রানাকে স্পেন থেকে গ্রেফতার করে তদন্তকারীরা। গতবছর অক্টোবরে অজয় রানা যখন স্পেনে যায়, তখনই ইউরোপিয়ান অ্যারেস্ট ওয়ারেন্টের সুবাদে স্প্যানিশ পুলিশ তাকে আটক করে। এবং পরে নভেম্বরে তাকে ব্রিটেন পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেই থেকে বিলেতের জেলেই বন্দি রয়েছে অজয় রানা। ধর্ষণে তার দোষ প্রমাণিত হওয়ার পর সেদেশের আদালত তাকে সাত বছরের হাজতবাসের সাজা দিয়েছে। সেই শাস্তি পূর্ণ হলেই অপরাধীকে ভারতে ফেরাবে ব্রিটেন।


তদন্তকারী এক অফিসার জানিয়েছেন, অপরাধমূলক তদন্ত কখনই সহজ হয় না। ন্যায় পেতে অনেক সময় লাগে এবং কষ্ট করতে হয়। তবে নির্যাতিতা যেভাবে সকল তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। এই রায়ের পর নিশ্চয়ই তাঁর জীবনে ইতিবাচক কিছু ঘটবে।