পেশোয়ার: অবশেষে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে সাপের চামড়ায় তৈরি বাজেয়াপ্ত স্যান্ডেল ফিরে পেলেন পাকিস্তানের বিখ্যাত জুতো প্রস্তুতকারী । পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইদের উপহার দেওয়ার জন্য এই স্যান্ডেল তৈরি করেন তিনি। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে কোম্পানির এই ধরনের স্যান্ডেল বাজেয়াপ্ত করেছিল সরকারি কর্তৃপক্ষ।
খাইবার পাখতুনখোয়ার বন্যপ্রাণ বিভাগ পেশোয়ার শহরে জাহাঙ্গির পুরা বাজারে নুরউদ্দিন শিনওয়ারির দোকানে অভিযান চালায় এবং সাপের চামড়া দিয়ে তৈরি দুই জোড়া ঐতিহ্যবাহী পেশোয়ারি স্যান্ডেল বাজেয়াপ্ত করে।
এই স্যান্ডেলগুলি কাপ্তান স্পেশ্যাল চপ্পল হিসেবে পরিচিত এবং সাপের চামড়ার এই জুতো প্রাক্তন পাক ক্রিকেটার তথা পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইদের উপহার দিতে তৈরি করেছিল কোম্পানি।
শিনওয়ারি দাবি করেছেন, আমেরিকা থেকে সাপের চামড়া সংক্রান্ত সামগ্রী তাঁর দোকানে পাঠানো হয়েছিল। ওই সামগ্রী দিয়ে দুজোড়া স্যান্ডেল তৈরি করা হয়েছিল। একটি ইমরানের, অন্যটি প্রেরকের জন্য।
গত সোমবার ক্রেতার ছদ্মবেশে গিয়ে জেলা বন দফতরের এক আধিকারিক শিনওয়ারির দোকানে গিয়ে সাপের চামড়া দিয়ে তৈরি স্যান্ডেল দুটি বাজেয়াপ্ত করেন। এরপর বনবিভাগ শিনওয়ারির বিরুদ্ধে ব্যবস্তা গ্রহণ করে।
শিনওয়ারি জানিয়েছেন, ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে তিনি দুই জোড়া স্যান্ডেল ফিরে পেয়েছেন এবং তিনি তা ইদের উপহার হিসেবে ইমরানকে দেবেন।
সোমবার জরিমানা ছাড়াও একটি হলফনামায় স্বাক্ষর করে স্যান্ডেলগুলি ফেরত পেয়েছেন শিনওয়ারি। বিরল প্রাণীর চামড়া দিয়ে তিনি আর জুতো তৈরি করবেন না বলে হলফনামায় স্বাক্ষর করেছেন তিনি।
মহকুমা পুলিশ আধিকারিক বলেছেন, পাইথনের চামড়া দিয়ে ওই স্যান্ডেলগুলি তৈরি করা হয়েছিল। ওই চামড়া যে বিদেশ থেকে আনা হয়েছে, সে ব্যাপারে কোনও প্রমাণ দোকানদার দিতে পারেননি।
পাকিস্তানের বন্যপ্রাণ আইন ২০১৫ অনুসারে সাপের চামড়া বেচা-কেনা বেআইনি।
৫০ হাজার টাকা জরিমানা দিয়ে ইমরান খানকে ইদের উপহার দিতে সাপের চামড়া দিয়ে তৈরি স্যান্ডেল ফিরে পেলেন পাক জুতো নির্মাতা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2019 07:41 PM (IST)
অবশেষে ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে সাপের চামড়া দিয়ে তৈরি বাজেয়াপ্ত স্যান্ডেল ফিরে পেলেন পাকিস্তানের বিখ্যাত জুতো প্রস্তুতকারী । এই কোম্পানি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ইদের উপহার দেওয়ার জন্য এই স্যান্ডেল তৈরি করেন তিনি। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে কোম্পানির এই ধরনের স্যান্ডেল বাজেয়াপ্ত করেছিল সরকারি কর্তৃপক্ষ।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -