বেজিং: এবার যোগ নিয়ে গবেষণা করবে চিনের প্রথমসারির পিকিং বিশ্ববিদ্যালয়। গবেষণা চালানোর জন্য এক ভারতীয় ও তাঁর চিনা স্ত্রীর উদ্যোগে গড়ে ওঠা প্রখ্যাত যোগ কেন্দ্রকে বেছে নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ব্যাপারে মোহন সিংহ ভাণ্ডারির যোগী যোগা সেন্টারের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারকপত্র (মউ) স্বাক্ষরিত হয়েছে। ২০০৩-এ চিনে এই সেন্টারের প্রতিষ্ঠা হয়।
এই প্রথম চিনের কোনও বিশ্ববিদ্যালয় যোগ নিয়ে গবেষণার কাজে এগিয়ে এল বলে জানিয়েছেন ভাণ্ডারি। এই কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা গবেষণার কাজে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
সমগ্র চিনে যোগী যোগার শাখা ছড়িয়ে রয়েছে। বার্ষিক আয় ১ লক্ষ মার্কিন ডলার। ভাণ্ডারি ও তাঁর স্ত্রী ইয়িনইয়ান প্রতিষ্ঠিত এই যোগ প্রশিক্ষণ কেন্দ্র চিনে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ইয়িনইয়ান এল ম্যাগাজিনের প্রাক্তন সম্পাদক। বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার।
বিগত বেশ কয়েক বছর ধরেই চিনে যোগ জনপ্রিয়তা অর্জন করেছে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সে দেশের যোগ নিয়ে উত্সাহীরা বিভিন্ন কর্মসূচীতে যোগ দিয়েছেন। গত বছর ভারতের সহায়তায় চিনে প্রথম যোগ কলেজ গড়ে ওঠে।
যোগ নিয়ে গবেষণায় ভারতীয় যোগ সেন্টারের সঙ্গে মউ স্বাক্ষর চিনা বিশ্ববিদ্যালয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2016 12:55 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -