ব্রাসেলস্: ভুয়ো সুইসাইড বেল্ট নিয়ে শপিং সেন্টারে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে মধ্য ব্রাসেলস্-এ গ্রেফতার এক ব্যক্তি।
আজ সকাল সাড়ে ছটা নাগাদ সন্দেহজনকভাবে বেলজিয়ামের অন্যতম শপিং সেন্টারের কাছেই ঘুরে বেড়াতে দেখা যায় ওই ব্যক্তিকে। দ্রুত সন্ত্রাস বিরোধী অপারেশনের ব্যবস্থা নেয় প্রশাসন।
প্রধানমন্ত্রী চার্লেস মিশেল জানিয়েছেন, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আমরা এখনও সতর্ক রয়েছি। ঘটনার পরই নিরাপত্তা নিয়ে মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করেন তিনি। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড টিম।
ব্রাসেলস্ প্রসিকিউটর অফিস জানিয়েছেন, কোথাও বোমা পাওয়া যায়নি। সন্দেহভাজনের কাছ থেকে পাওয়া গিয়েছে একটি ভুয়ো সুইসাইড বেল্ট।
প্রসঙ্গত, গত মার্চ মাসে বিমানবন্দর এবং মেট্রো স্টেশনে বিস্ফোরণে প্রাণ হারান ৩২ জন নিরীহ মানুষ। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট সেই হামলার দায় স্বীকার করেছিল। এরপর থেকেই হাই অ্যালার্ট জারি রয়েছে বেলজিয়ামে।
ওই এলাকাটি সাধারণ মানুষের জন্য আপাতত বন্ধ করে দিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। মেট্রো স্টেশনের একটি দরজা খোলা রেখে বাদবাকি গুলি বন্ধ রাখা হয়েছে। প্রত্যেক মেট্রো যাত্রীর ব্যাগ এবং অন্যান্য সামগ্রী পরীক্ষা করা হচ্ছে।
ব্রাসেলসে শপিং সেন্টারে বোমাতঙ্ক, গ্রেফতার ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2016 10:11 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -