বেজিং: ভারতের দূর পাল্লার ক্ষেপনাস্ত্র অগ্নি-৪ ও ৫-এর সফল উত্‍‍ক্ষেপন নিয়ে অস্বস্তি কাটতে চাইছে না চিনের। এবার সেদেশের সরকারি সংবাদমাধ্যম অভিযোগ তুলল,  পরমাণু অস্ত্র ও দূর পাল্লার ক্ষেপনাস্ত্র সংক্রান্ত রাষ্ট্রপুঞ্জ প্রস্তাবিত সীমা ভেঙেছে ভারত। অগ্নি-৪ ও ৫-এর সফল উত্‍‍ক্ষেপনের জন্য ভারতের সমালোচনার পাশাপাশি চিনের সংবাদমাধ্যম পাকিস্তানকেও রাষ্ট্রপুঞ্জ নির্ধারিত সীমা লঙ্ঘনের ‘অধিকার’ দেওয়ার পক্ষে সওয়াল করেছে।
উল্লেখ্য, অগ্নি ক্ষেপনাস্ত্রের পাল্লায় চলে এসেছে চিন। আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র অগ্নি-৫-এর পাল্লা ৫০০০ কিলোমিটার।
এই অবস্থায় চিন ভারতের লাগাতর সমালোচনা চালিয়ে যাচ্ছে। এবার চিনের শাসক কমিউনিস্ট পার্টি পরিচালিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমস-এ বলা হয়েছে, পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপনাস্ত্র তৈরি সম্পর্কে ভারত রাষ্ট্রপুঞ্জের সীমা ভেঙেছে। আমেরিকা ও কিছু পশ্চিমী দেশ ভারতের পরমাণু প্রকল্প সম্পর্কেও নিয়ম শিথিল করেছে। নয়াদিল্লি এখনও তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে সন্তুষ্ট নয়। এখন আন্তর্মহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র তৈরি করতে চাইছে ভারত, যা বিশ্বের যে কোনও জায়গায় আঘাত হানতে পারে। যাতে তারা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের সমপর্যায়ে পৌঁছতে পারে, সেজন্যই এই চেষ্টা ভারত চালাচ্ছে বলে চিনের সংবাদ মাধ্যম মন্তব্য করেছে।
গ্লোবাল টাইমস-এ আরও বলা হয়েছে, ভারতের এই ক্ষেপনাস্ত্রের পরীক্ষা তাদের কাছে বিপদ বলে মনে করছে না চিন। এতে বলা হয়েছে, ভারতকে চিন প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করবে না চিন। এর পাশাপাশি, দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার পক্ষেও সওয়াল করেছে গ্লোবাল টাইমস।
একইসঙ্গে পত্রিকায় বলা হয়েছে, পশ্চিমী দেশগুলি যদি ভারতকে পরমাণু অস্ত্রধর দেশ হিসেবে মেনে নেয় এবং ভারত ও পাকিস্তানের পরমাণু প্রতিযোগিতা সম্পর্কে উদাসীন থাকে, তাহলে চিন তা  বরদাস্ত করবে না এবং রাষ্ট্রপুঞ্জের পরমাণু অস্ত্র সংক্রান্ত আইন-কানুন সম্পর্কে দৃঢ় অবস্থান গ্রহণ করবে। গ্লোবাল টাইমস আরও বলেছে, পরমাণু কর্মসূচীর ব্যাপারে ভারতের মতোই সমান সুবিধা পাকিস্তানেরও থাকা উচিত। একইসঙ্গে পত্রিকায় ইঙ্গিত দেওয়া হয়েছে, চিন তাদের বন্ধু দেশ পাকিস্তানকে দূর পাল্লার ক্ষেপনাস্ত্র তৈরির ব্যাপারে সাহায্য করবে।