ওয়াশিংটন: অর্থনীতিতে একাধিক উদারীকরণ পদক্ষেপ নিয়ে বিশ্বের বিভিন্ন বিনিয়োগ মহলকে ভারত বার্তা দিতে সক্ষম হয়েছে যে তারা ব্যবসা ও সংস্কারের জন্য প্রস্তুত। এমনটাই মনে করছে মার্কিন যুক্তরাষ্ট্র।
ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের (ইউএসআইবিসি) ডিরেক্টর মুকেশ অঘি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা বুঝিয়ে দিয়েছেন যে তিনি সাহসী ও পরিবর্তনশীল সিদ্ধান্ত নিতে রাজি। প্রসঙ্গত, ভারতে মার্কিন বিনিয়োগের দেখভাল করে এই সংগঠন।
অঘি বলেন, গত তিন বছরে প্রধানমন্ত্রী (মোদী) এমন কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করেছেন যা বিশ্ব মঞ্চে ভারতের ভাবমূর্তি পাল্টে দেবে। তিনি যোগ করেন, অর্থনীতির একাধিক জায়গায় উদারীকরণ করায় আন্তর্জাতিক বিনিয়োগ মহলের কাছে একটা বার্তা পৌঁছেছে যে, ভারত ব্যবসা করতে তৈরি। একইসঙ্গে, ভারত যে সংস্কারমুখী, তাও স্পষ্ট।
অঘির মতে, জিএসটি বিল পাশ এবং ঋণখেলাপ সংক্রান্ত ধারায় সংস্কার করানো মোদীর রাজনৈতিক ও আইনি জয়। একইসঙ্গে, দুর্নীতি ও কালো টাকা রোধে নোট বাতিলের সিদ্ধান্ত অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। তিনি যোগ করেন, সারা বিশ্বে যেখানে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) হার নিম্নমুখী, সেখানেই ভারতের ক্ষেত্রে তা ঊর্ধ্বমুখী। আবার, ভারতের মুদ্রাস্ফীতি হার প্রতিমাসে কমছে।
ইউএসআইবিসি কর্তার মতে, পরিস্থিতি এখন ভারতের অনুকূল। এখন, মোদী যদি কর্মসংস্থানের ওপর জোর দেন, তাহলে দেশের অর্থনীতি আরও বৃদ্ধি পাবে।