জাকার্তা: ইন্দোনেশিয়ায় ফের নিখোঁজ বিমান। বিমানে ছিলেন ১৩ জন যাত্রী। বিমানটি ভেঙে পড়েছে বলে আশঙ্কা।
জানা গিয়েছে, বাঙ্কা বেলিটাঙ প্রদেশের পঙ্গকল পিনাঙ্গ থেকে রিয়াউ আইল্যান্ডের বাতামে যাচ্ছিল এম২৮ স্কাইট্রাক বিমানটি। সকাল ৯.২৪ –এ রওনা দেয় সেটি। আকাশে ওড়ার দেড় ঘণ্টার মধ্যে ১০.১৫ নাগাদ এয়ার ট্রাফিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানের। বিমানে ছিলেন পাঁচকর্মী এবং ৮ জন যাত্রী।
পুলিশের মুখপাত্র বয় রাফলি অমর জানিয়েছেন, মত্স্যজীবীরা কিছু জামাকাপড়, স্যুটকেস এবং প্লেনের সিট দেখতে পেয়েছেন। তা দুর্ঘটনাগ্রস্থ বিমানটির অংশ বলেই অনুমান তাঁদের। নিখোঁজ বিমানের খোঁজে তল্লাশি শুরু করেছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল। সাহায্যের আশ্বাস দিয়েছে সিঙ্গাপুরও।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ে ইন্দোনেশিয়ার বিমান। গত সপ্তাহেই বোরনেও আইল্যান্ডে ভেঙে পড়ে ইন্দোনেশিয়ার সেনা হেলিকপ্টার। পাপুয়া-তেও নভেম্বরে ভেঙে পড়ে একটি কার্গো প্লেন। মৃত্যু হয় ৪ জনের।
১৩ যাত্রী সহ ইন্দোনেশিয়ায় ফের নিখোঁজ বিমান
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2016 06:16 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -