নয়া দিল্লি: ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি সুকার্নোর মেয়ে সুকমাবতী সুকার্নোপুত্রি এবার হিন্দু ধর্ম গ্রহণ করলেন। তিনি তাঁর ৭০ তম জন্মদিনে হিন্দু ধর্মকে নিজের করে নেন, এমনটাই জানিয়েছে ইন্দোনেশিয়ান নিউজ পোর্টাল ডেটিকনিউজ।               

  


ধর্মান্তর নিয়ে মতামত প্রকাশ করে সুকমাবতী বলেছিলেন যে তার স্বামী মারা যাওয়ার পরে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হওয়ার চিন্তা শুরু করেছিলেন। সংবাদসংস্থা সিএনএন ইন্দোনেশিয়া জানায় রাষ্ট্রপতি কন্যা জানিয়েছেন যে হিন্দুধর্ম তাঁর পছন্দের ধর্ম কারণ তিনি সে দেশের বালি অঞ্চলের সঙ্গে ঘনিষ্ঠ এবং বিশেষ ভাললাগা রয়েছে। সুকমাবতী রাষ্ট্রপতি সুকার্নোর তৃতীয় কন্যা এবং প্রাক্তন রাষ্ট্রপতি মেগাবতীর ছোট বোন।           


এর আগে সিএনএন ইন্দোনেশিয়া জানিয়েছিল যে তিনি ২৬ অক্টোবর একটি অনুষ্ঠানে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হবেন। তবে সুকমাবতী সুকর্ণপুত্রীর বিরুদ্ধে ইসলামিক গোষ্ঠীর অভিযোগও রয়েছে। ২০১৮ সালে কট্টরপন্থী ইসলামিক গোষ্ঠীগুলি তাঁর বিরুদ্ধে ইসলাম অবমাননাকারী একটি কবিতা আবৃত্তি করার অভিযোগ করেছিল। যদিও দ্য সিডনি মর্নিং হেরাল্ডের মতে, ইন্দোনেশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ে ক্ষমা চেয়েছিলেন এই ঘটনায়।         


সুকমাবতীর ইচ্ছাতেই ধর্মান্তকরণের অনুষ্ঠানের জন্য ইন্দোনেশিয়ার রাজধানী বালির সুকর্নো সেন্টার হেরিটেজ এরিয়ায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সুকমাবতীর প্রয়াত ঠাকুমা এই ধর্মান্তকরণের জন্য অনেক ক্ষেত্রেই বিশেষ ভূমিকা অর্জন করেছেন। কারণ তিনিই হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন বলে জানা যায়।                 


প্রসঙ্গত, ইন্দোনেশিয়া বিশ্বের সবথেকে বৃহৎ মুসলিম দেশ। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সম্ভবত বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা রয়েছে সেখানে। এক সময় সেখানে হিন্দু ধর্মের মানুষের সংখ্যা বেশি ছিল বলে, সংবাদমাধ্যম সূত্রে খবর।