ইসলামি আইনে ‘অপরাধ’, ইন্দোনেশিয়ার বান্দা আচে প্রদেশে প্রকাশ্যে হাতে হাত, আলিঙ্গন, একদল অবিবাহিত যুগলকে চাবুক ধর্মীয় পুলিশের
Web Desk, ABP Ananda | 20 Mar 2019 09:26 PM (IST)
বান্দা আচে (ইন্দোনেশিয়া): ইন্দোনেশিয়ার রক্ষণশীল বান্দা আচে প্রদেশে প্রকাশ্যে প্রেম করা ইসলামি আইনের চোখে অপরাধ, নিষিদ্ধ। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একমাত্র এই প্রদেশেই কঠোর ইসলামি আইনের শাসন রয়েছে। সুমাত্রা দ্বীপের প্রান্তে অবস্থিত এই প্রদেশে জুয়া খেলা, মদ্যপান, সমকামী যৌনতা সহ নানা অপরাধে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়। সেখানেই জনসমক্ষে যৌন ইঙ্গিতবাহী আচরণ করায় একদল অবিবাহিত যুগলকে চাবুক মারা হল আজ। ওদের পরস্পরকে জড়িয়ে থাকা, হাত ধরাধরি করে, কাউকে কাউকে যৌন ক্রিয়ায় রত অবস্থায় ধরে ফেলেছিল ধর্মীয় পুলিশ। বেশ কয়েক মাসের কারাবাসের পর আজ বান্দা আচের মসজিদের বাইরে পাঁচজোড়া প্রেমিক-প্রেমিকাকে ৪ থেকে ২২ বার চাবুক মারা হয়। মুখোশ পরা শরিয়ত অফিসার ওদের চাবুক মারতে থাকে, যন্ত্রণায় ওরা আর্তনাদ করে ওঠে। এই দৃশ্য দেখে বাচ্চাকাচ্চা সহ কয়েকশো স্থানীয় বাসিন্দা। কিন্তু মন গলেনি ধর্মীয় বিষয় সংক্রান্ত অফিসারের। তিনি বলেন, আশা করি, ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না। এসব অত্যন্ত বিড়ম্বনা দেয়। গত ডিসেম্বরে দুজন পুরুষকে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক গড়ায় ১০০ বার করে চাবুক মারা হয় বান্দা আচে প্রদেশে। মানবাধিকার রক্ষা গোষ্ঠীগুলি জনসমক্ষে চাবুক মারা, বেত্রাঘাতকে নৃশংস আখ্যা দিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ইয়োকা উইডোডোও এর অবসান চেয়েছেন। কিন্তু বেত, চাবুকের শাসনের প্রতি বিপুল সমর্থন রয়েছে বান্দা আচের জনসাধারণের মধ্যে।