তিনি বলেন, এও নজরে এসেছে যে, অধিকাংশ খারাপ মানের ওষুধ, সন্দেহজনক লেবেল লাগানো ওষুধ আসছে চিন থেকে। এ ধরনের ওষুধের অনুপ্রবেশ ঠেকাতে আমরা চিনকে নজরদারির মধ্যে রেখেছি।
এ ব্যাপারে ওই কর্তা আরও জানান, অসাধু ব্যবসায়ী-চক্র খারাপ ওষুধ তৈরির সামগ্রী ও উপাদান বৈধ, দায়িত্বপ্রাপ্ত আমদানিকারক সংস্থার লেবেল লাগিয়ে পাচার করছে। এতে বিপন্ন হতে বসেছে রোগীদের সুরক্ষা। অবশ্য পরীক্ষা করে এও দেখা গিয়েছে, ওই ওষুধ, সামগ্রী সেইসব চিনা ওষুধ নির্মাতাদের কাছ থেকে আসছে না, যাদের নাম সংশ্লিষ্ট নথিপত্রে লেখা রয়েছে।
ঘটনা হল, ভারত অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ডায়াবেটিক, অ্যান্টি-হাইপারসেনসিটিভ, ক্যান্সার প্রতিরোধী ও অন্যান্য ওষুধ, যেগুলি নিয়মিত চলে, বিভিন্ন দেশ থেকে আমদানি করে। এ ধরনের ওষুধ আমদানির ওপর নজর রাখতে সরকার আইসগেট নামে একটি ইলেকট্রনিক প্রতিষ্ঠান গড়েছে। বিদেশ থেকে আসা ওষুধের গুণমান, সেগুলি কতটা বৈধ, তা খতিয়ে দেখে আইসগেট। এই কর্মসূচির আওতায় সরকার বিদেশ থেকে নিয়ে আসা ওষুধের নমুনা পরীক্ষা করার ক্ষেত্রে একটি সার্বিক পদ্ধতি তৈরি করেছে সরকার।