ইসলামাবাদ: পাকিস্তানের জেলে আটক ভারতীয় কুলভূষণ যাদব প্রসঙ্গে মুখ খুলল নওয়াজ শরিফ প্রশাসন। তারা জানিয়ে দিল, চরবৃত্তির অভিযোগে ধৃত যাদবের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই সরকারের কাছে।
এদিন পাক সেনেটে এই মামলায় সরকারের বক্তব্য পেশ করতে গিয়ে সেদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ জানান, ধৃতের বিষয়ে যে তথ্য পাক সরকারের সামনে পেশ করা হয়েছে, তা গোটাটাই প্রাথমিক। সেখানে কোনও বিস্তারিত তথ্য নেই।
আজিজ বলেন, এমন কোনও তথ্য নেই যার ভিত্তিতে (অভিযুক্তের বিরুদ্ধে) সিদ্ধান্ত নেওয়া যায়। তিনি যোগ করেন, ডোসিয়েরে যা আছে, তা যথেষ্ট নয়। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে, তারা সরকারের সামনে আর কী তথ্যপ্রমাণ পেশ করতে পারে। যদিও, তিনি এ-ও জানান, অভিযুক্তকে এখনই মুক্তি দিতে পারছে না তারা।
প্রসঙ্গত, ইরান হয়ে পাকিস্তানে ঢোকার সময়ে বালোচিস্তানে গ্রেফতার হন যাদব। পাকিস্তান তাঁর বিরুদ্ধে ‘চরবৃত্তির’ অভিযোগ আনে। পাক সেনা যাদবের একটি ভিডিও জবানবন্দি প্রকাশ করে। সেখানে যাদবকে নৌসেনা অফিসার বলতেও শোনা যায়।
অস্বীকার করেনি ভারত। নয়াদিল্লি জানায়, যাদব সত্যিই একজন অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার। তবে, একইসঙ্গে এ-ও জানিয়ে দেওয়া হয়, বর্তমানে তিনি সরকারের সঙ্গে যুক্ত নন।