বেজিং: পাকিস্তানের হয়ে ফের আসরে তার পরম মিত্র বলে পরিচিত চিন। গত মাসে বালুচিস্তানে মার্কিন ড্রোন হামলায় তালিবান প্রধান মুল্লা আখতার মনসুরের হত্যায় ক্ষোভে ফুঁসছে পাকিস্তান। ওই ড্রোন আক্রমণ তাদের সার্বভৌমত্বের পরিপন্থী বলে অভিমত জানিয়ে প্রতিবাদে সরব পাকিস্তান। আর বন্ধুর পাশে দাঁড়িয়ে চিনের বক্তব্য, পাকিস্তানের ভৌগোলিক অখন্ডতা, সার্বভৌমত্বকে মর্যাদা দিক আন্তর্জাতিক মহল।

 

গত ২১ মে বালুচিস্তানের নোসকিতে বিশেষ মার্কিন বাহিনীর ড্রোন তাদের গাড়িতে আঘাত করলে মনসুর, তার গাড়িচালক মহম্মদ আজম নিহত হয়।

 

চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হং লেই বলেছেন, পাকিস্তান সন্ত্রাসবাদ মোকাবিলা, আফগান শান্তি প্রক্রিয়া জোরদার করতে বিরাট প্রয়াস চালিয়েছে। সেটা স্বীকার করে পাকিস্তানের সার্বভৌমত্ব, অখন্ডতাকে মর্যাদা দেওয়া উচিত আন্তর্জাতিক মহলের। চিনা মুখপাত্রটি এও বলেছেন, আফগানিস্তান, পাকিস্তান ও চিনের ত্রিদেশীয় জোট ও আমেরিকা আফগানিস্তানে শান্তি ফেরাতে ইতিবাচক পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে চেষ্টা করতে হবে।