লাহোর: ভারতীয় উপমহাদেশের মানুষের স্বর্ণ আকাঙ্খা আজকের নয়। বড় ছোট যে কোনও অনুষ্ঠানবাড়িতে এক টুকরো সোনা উপহার দিতে না পারলে অভ্যাগতদের মন ভরে না। আর বিয়েবাড়ি? সোনা পরার, সোনা পাওয়ার এমন সুবর্ণ সুযোগ আর কী হতে পারে!


তবে সব্বাইকে বোধহয় ছাপিয়ে গিয়েছেন পাকিস্তানের এই দুলহা। পেশায় তিনি ব্যবসায়ী, থাকেন লাহোরে, নাম হাফিজ সলমন রশিদ। বিয়েয় তিনি পরেন ঝকমকে সোনালি স্যুট, তাতে বসানো মণিরত্ন আর স্ফটিক, গলার টাই ছিল সোনায় খচিত। আর জুতো তো সব কিছু ছাপিয়ে গিয়েছিল, পুরোপুরি সোনার। এমন সোনার টুকরো পাত্রের পকেট অবশ্য কিছু কম খসেনি, শুধু স্যুটেরই দাম পড়েছে ৬৩,০০০ পাকিস্তানি টাকা। জুতোর দাম, ১৭ লাখ আর টাই ৫ লাখ। সব মিলিয়ে ২৫ লাখ টাকার পোশাক পরে বিয়ে করেছেন তিনি।

[embed]https://twitter.com/Zaydan_Khan/status/984736705587679233?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.india.com%2Fbuzz%2Fpakistan-groom-wears-gold-shoes-crystal-tie-worth-rs-25-lakhs-at-his-wedding-internet-loses-it-3001991%2F&tfw_creator=aakritiganguly&tfw_site=indiacom[/embed]

হাফিজ বলেছেন, তাঁর বরাবর সোনার জুতো পরার শখ ছিল, লোকে সাধারণত সোনার মুকুট পরে। কিন্তু তিনি সকলকে দেখাতে চেয়েছিলেন, সম্পদ পায়ের ধুলো ছাড়া কিছু নয়, তার সেখানেই থাকা উচিত।

সোশ্যাল মিডিয়ায় এই বরের ছবি ভাইরাল হয়ে গিয়েছে। কেউ বলেছেন, এই একটা জুতোর দামে তো একটা অস্ত্রোপচার হয়ে যায়, আবার কেউ বলেছেন, বরেরই যখন এত কায়দা, না জানি কনে কী পরেছিলেন!

যে যাই বলুক, হাফিজ নির্বিকার। তাঁর দৌলতে লোকের চোখ টাটাতেই পারে, তাতে তাঁর কী!