খবরে প্রকাশ, বেশ কিছুদিন ধরেই শিরিন নোবাহারি নামের ওই মহিলা বডি বিল্ডার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওয়ার্কআউট করার ছবি পোস্ট করছেন।
অনেক ছবিতে তাঁকে যেমন ব্যায়াম করতে দেখা গিয়েছে। আবার নিজের পেশি প্রদর্শন করা অবস্থায় সেলফি তুলে সেই ছবিও পোস্ট করেছেন শিরিন।
জানা গিয়েছে, এই ধরনের ছবি পোস্ট না করার জন্য অতীতে শিরিনকে সতর্কও করা হয়েছিল। যদিও তিনি সেই নিষেধাজ্ঞাকে গুরুত্ব দেননি বলে খবর।
এর পরই, শিরিনকে গ্রেফতার করা হয়। জামিনের জন্য তাঁকে ২০ লক্ষ রিয়াল (ভারতীয় মুদ্রায় প্রায় ৪,২১৫ টাকা) জমা করার নির্দেশ দেওয়া হয়। তিনি সেই অর্থ জোগাড় করতে না পারলে, তাঁকে জেলে পাঠিয়ে দেওয়া হয়।
মহিলা ও নগ্নতা নিয়ে অত্যন্ত কঠোর আইন রয়েছে ইসলামী রাষ্ট্র ইরানে। সেখানে মহিলারা হিজাব না পরলে, অথবা হাত বা পা উন্মুক্ত রাখলে, তা সেদেশের আইন অনুযায়ী, নগ্ন হিসেবে গণ্য হয়।
ফলে, শিরিনের ছবিগুলিকে ‘নগ্ন’ বলে উল্লেখ করেছে সেদেশের প্রশাসন।