আইএস নিয়ে শঙ্কা, আল কায়দার সদস্যদের হস্তমৈথুনে অনুমতি, ওসামার নথি থেকে প্রকাশিত বিতর্কিত কিছু তথ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jan 2017 10:39 AM (IST)
ওয়াশিংটন: ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে মৃত্যু হয় আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি তাঁর মৃত্যুর কয়েক মাস আগে আল কায়দা প্রধান ও সংগঠনের অন্যান্য সদস্যের হাতে লেখা একটি নথি প্রকাশ করে সিআইএ। সেখান থেকেই প্রকাশ্যে এসেছে বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য। প্রকাশিত হওয়া ওই নথিতে দাবি করা হয়েছে, মৃত্যুর বেশ কয়েকমাস আগে থেকেই বর্তমানে সারা বিশ্বের ত্রাস আইএস জঙ্গি সংগঠনের মাথা চাড়া দেওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ওসামা। তিনি বিরক্তি প্রকাশ করেছিলেন আইএস-এর নৃশংস ভাবে কাজ করার পদ্ধতি নিয়ে, সঙ্গে আল কায়দার ক্রমশ দুর্বল হওয়া নিয়ে। এই নথি ২০১১ সালে লাদেনের বাড়িতে হামলা চালানোর সময়ই বাজেয়াপ্ত করে নেভি সিল। সেই নথি থেকেই জানা গেছে লাদেনের একমাত্র শত্রু ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া বাবা হিসেবে ওসামা শঙ্কা প্রকাশ করেছিলেন এবং নিজের ছেলেদের হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁদের দেহে হয়তো বৈদ্যুৎিন চিপ ইঞ্জেক্ট করে দেওয়া হবে, তাঁদের ট্র্যাকে রাখার জন্যে। এছাড়া আল কায়দার সদস্যদের হস্তমৈথুন করারও অনুমতি দেন ওসামা। এছাড়া ২০১০ সালে ওসামার নিজের জন্মভূমি ইয়েমেন-এও সেসময় মাথা চাড়া দিচ্ছিল অপর এক জঙ্গি সংগঠন। তারা হল (AQAP) Al Qaeda on Arabian Peninsula। নথিতেই দেখা গিয়েছে (AQAP) প্রধান নাসির-আল-হুহায়শি তখনই আইএস গঠনের পক্ষে ছিলেন না। ধীরে এগনোর নির্দেশ দিয়েছিলেন তাঁর সংগঠনের সদস্যদের। সেই সময় এই সংগঠন এবং তাদের কর্মকাণ্ডের ওপর বিশেষ নজর রাখতেন ওসামা, তাঁদের বিষয় বিস্তারিত খবরও নিতেন।