তেহরান: তেহরানে জোড়া হামলার মূল চক্রীকে খতম করতে সক্ষম হলেন নিরাপত্তারক্ষীরা। ইরানের গোয়েন্দা বিভাগের মন্ত্রী মাহমুদ আলাভিকে উদ্ধৃত করে এমনই জানিয়েছে সংবাদমাধ্যম। আলাভি বলেছেন, ইরানের পার্লামেন্ট ও আয়াতোল্লা খোমেইনির সমাধিস্থলে হামলার মাথাকে খতম করা হয়েছে। এই হামলার সঙ্গে জড়িত সন্দেহে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে প্রায় প্রতিদিনই সন্ত্রাসবাদী দলকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন নিরাপত্তারক্ষীরা। তবে দেশের জনগণের মধ্যে যাতে আতঙ্ক না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্যই এই খবর প্রকাশ্যে আনা হয়নি।
ইরানের বিচার বিভাগের এক আধিকারিক বলেছেন, যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার অভিযোগ রয়েছে। এই নিয়ে তেহরানে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ৪১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তেহরান হামলার মূল চক্রী নিহত, জানাল ইরান
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2017 06:23 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -