লন্ডন: তিন যাত্রীর সন্দেহজনক কথোপকথনের জন্য ইংল্যান্ডগামী বিমানকে জার্মানি অবতরণ করা হল।
খবরে প্রকাশ, গতকাল ১৫১ জন যাত্রী নিয়ে স্লোভেনিয়ার লুবহানা থেকে ইংল্যান্ডের স্ট্যানস্টেড বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় ইজিজেটের বিমান।
অভিযোগ, বিমানের মধ্যে তিনযাত্রীর কথোপকথন শুনে সন্দেহ যাগে সহযাত্রী ও বিমানকর্মীদের মধ্যে। অভিযোগ, তাঁরা বড় হিংসার প্রস্তুতির ছক কষছিল।
সন্দেহ হওয়ায় বিমানটিকে সঙ্গে সঙ্গে জার্মানির কলোন-বন শহরে নিয়ে যাওয়া হয়। সব যাত্রীকে বিমান থেকে জরুরি স্লাইড দিয়ে নামানো হয়।
তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করে জেরা করে পুলিশ। জানা গিয়েছ, এক অভিযুক্তের ব্যাগ পরীক্ষা করার জন্য বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় পুলিশ।
বিমানটিকে সেদিনের মতো গ্রাউন্ড করে তন্ন-তন্ন করে পরীক্ষা করা হয়। পরের দিন বিমানটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়।