বাগদাদ: জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর প্রধান আবু বকর-আল বাগদাদির মৃত্যু নিয়ে সাম্প্রতিক অতীতে একাধিকবার দাবি উঠেছে। সেসবের মধ্যেই সোমবার নতুন ভিডিও প্রকাশ করল আইএস। সেখানে বাগদাদিকে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার বিস্ফোরণ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে।
প্রসঙ্গত, গত পাঁচ বছরে এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেল বাগদাদিকে। ভিডিওতে, গতমাসে শ্রীলঙ্কার ভয়াবহ বিস্ফোরণ ছাড়াও বাগদাদিকে বলতে শোনা গিয়েছে গোষ্ঠীর শেষ গড় বাঘৌজ নিয়ে কথা বলতে। যেখানে গত মার্চ মাসে শেষ হয়েছে দীর্ঘ লড়াই।
ভিডিওতে বাগদাদিকে দেখা গিয়েছে, একটি পশমের ওপর পা-ভাঁজ করে বসে কথা বলতে। তাঁর পাশে তিনজন দাঁড়িয়ে রয়েছে, যাদের মুখ অস্পষ্ট করে দেওয়া হয়েছে। ভিডিওতে বাগদাদিকে দেখা যাচ্ছে, ভীষণই আস্তে আস্তে কথা বলতে। এমনকী, কথার মাঝে কয়েক সেকেন্ড থেমেও থাকছেন তিনি।
ভিডিওতে বাগদাদিকে বলতে শোনা গিয়েছে, শ্রীলঙ্কার হামলা হল বাঘৌজের প্রতিশোধ। তিনি দাবি করেন, শ্রীলঙ্কার হামলা হল দীর্ঘ লড়াইয়ের অঙ্গ। একইসঙ্গে মনে করিয়ে দেন, শ্রীলঙ্কার মতো ঘটনা আরও ঘটবে।
ভিডিওতে বক্তব্য পেশ করা ব্যক্তি যে বাগদাদি, তা নিশ্চিত করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ -- যারা আইএস-এর গতিবিধির ওপর নজর রাখে। একই দাবি করেছে আরেকটি ইরাকি বিশেষজ্ঞ গোষ্ঠীও।
শেষবার বাগদাদিকে ২০১৪ সালে মোসুলে দেখা গিয়েছিল। সেই সময় তিনি সিরিয়া ও ইরাকে ইসলামিক ‘খলিফার শাসন’ ঘোষণা করেছিলেন। এরপর অবশ্য, একাধিকবার তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে।
পাঁচ বছর পর ফের ভিডিও-তে প্রকাশ্যে আইএস প্রধান বাগদাদি, শ্রীলঙ্কার বিস্ফোরণ নিয়ে 'উচ্ছ্বাস'
Web Desk, ABP Ananda
Updated at:
30 Apr 2019 11:23 AM (IST)
গত পাঁচ বছরে এই প্রথমবার প্রকাশ্যে দেখা গেল বাগদাদিকে। ভিডিওতে, গতমাসে শ্রীলঙ্কার ভয়াবহ বিস্ফোরণ ছাড়াও বাগদাদিকে বলতে শোনা গিয়েছে গোষ্ঠীর শেষ গড় বাঘৌজ নিয়ে কথা বলতে। যেখানে গত মার্চ মাসে শেষ হয়েছে দীর্ঘ লড়াই।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -