কাবুল: ফের জঙ্গি-নিশানায় দূতাবাস। আফগানিস্তানের রাজধানী কাবুলে ইরাকের দূতাবাসে আত্মঘাতী হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস)।
দূতাবাসের চত্বরে বিস্ফোরণ ও গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। তবে, এই হামলায় বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এক পুলিশকর্মী সামান্য আহত হয়েছেন। খতম হয়েছে হামলাকারীরা।
আফগানিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, অন্তত চার জঙ্গি এদিন হামলা চালায়। প্রথমে এক আত্মঘাতী জঙ্গি দূতাবাসের প্রবেশদ্বারে নিজেকে উড়িয়ে দেয়।
তার সঙ্গে সঙ্গেই বাকি জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে দেয়। চলে মুহূর্মুহূ বিস্ফোরণও। পাল্টা জবাব দেয় বাহিনীও। প্রায় ঘণ্টাখানেক ধরে দুপক্ষের গুলির লড়াইয়ের পর সব জঙ্গি খতম হয়। অন্যদিকে, আহত হয়েছেন এক পুলিশকর্মী।
কাবুল পুলিশ জানায়, হামলার সঙ্গে সঙ্গেই, ইরাকের রাষ্ট্রদূত সহ সকল কূটনীতিক এবং দূতাবাসের কর্মীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। হামলার দায় স্বীকার করেছে আইএস। জঙ্গি সংগঠনের জনসংযোগ বিভাগ ‘আমা’-তে হামলার দায় স্বীকার করেছে আইএস।
গুলি-বিস্ফোরণ, কাবুলে ইরাক দূতাবাসে আত্মঘাতী হামলা আইএস-এর
Web Desk, ABP Ananda
Updated at:
31 Jul 2017 06:39 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -